সম্মানিত অভিভাবক ও শিক্ষিকাবৃন্দ
আসসালামু আলাইকুম ।
আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন । কবি আলাওলের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাদদেশে অবস্থিত ঐতিহ্যবাহী ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় । বিদ্যালয়টি ১৯৬৮ খ্রি: স্থাপিত হয় । প্রতিষ্ঠার পর থেকে ঐতিহ্যবাহী ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি যুগ যুগ ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে আসছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ছাড়া আত্মনির্ভরশীল,দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠন সম্ভব নয়। বর্তমান সরকারের অঙ্গীকার মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অত্র বিদ্যালয়ে ডায়নামিক ওয়েবসাইট চালু হচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এক ঝাঁক মেধাবী শিক্ষকমন্ডলীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রুপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।
সভাপতি
নুর মোহাম্মদ
এডহক কমিটি
বিদ্যালয় পরিচালনা পরিষদ।
